হালি হালি বিয়া করা শিখছো, বউয়ের দায়িত্ব নেওয়া শেখো নাই: সুবাহ
ছোট পর্দার জনপ্রিয় অ'ভিতেত্রী শাহ হু'মায়রা সুবাহ গত বছরের ১ ডিসেম্বর তরুণ প্রজন্মের সুপরিচিত গায়ক ইলিয়াস হোসাইনকে বিয়ে করেন। বিয়ের এক মাস না পেরোতেই সেই সংসারে ভাঙন শুরু হয়। এরপর ইলিয়াসের বি'রুদ্ধে একের পর এক অ'ভিযোগ তুলেন এই নেত্রী। এমনকি এই ইলিয়াসর বি'রুদ্ধে একাধিক মা'মলাও করেন।এতেও ক্ষান্ত
হয়নি বৃহস্পতিবার (১০ মা'র্চ) ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন এই নেত্রী। সেখানে কারও নাম উল্লেখ না থাকলেও সুবাহ যে তার স্বামী ইলিয়াসকেই ইঙ্গিত করেছেন সেটি স্পষ্ট। তার ফেসবুকের স্টাটাসটি বার্তাবাজার দর্শক এর জন্য হুবুহু তুলে ধ'রা হলো‘শুধু হালি হালি বিয়া করা শিখছো আর ফেসবুকে নেতাদের সাথে সেল্ফি তুলে showoff
আর ধান্দা করা শিখছো! দেনমোহর শোধ করা শেখো নাই?আর বউয়ের দায়িত্ব নেওয়া শেখো নাই আফসোস !এটা তোমা'র ব্যর্থতা না তোমা'র বাপ মায়ের ব্যর্থতা ছে'লেকে মে'য়েদের জিবন নষ্ট করতে শিখাইছে দায়িত্ব নিতে শেখায় নি । 👎সমস্যা নাই তোমাকে সময় ইনশাল্লাহ শিক্ষা দিয়ে দিবে যেন নেক্সট টাইম কাউকে বিয়ে করার আগে দায়িত্ব নিয়ে দেনমোহর পরিশোধ করে হালি হালি বিয়ে বসতে পারো 🙂👍’
অ'তঃপর, বিগত ২০১৮ সালে মডেল ও অ'ভিনেত্রী সুবাহ শাহ হু'মায়রার একটি ভিডিও তুমুল আলোচনার জন্ম দিয়েছিল। যে ভিডিওতে তিনি জাতীয় দলের এক সময়কার নিয়মিত ক্রিকেটার নাসির হোসেনের সঙ্গে নিজের স'ম্পর্কের ব্যাপারটি ফাঁ'স করেছিলেন। তাদের সেই আ'লোচিত প্রে'মের ইতি ঘটেছে আগেই। সুবাহর প্রে'মকে পায়ে ঠেলে সদ্য বিদায়ী বছরের (২০২১ সাল) বিশ্ব ভালোবাসা দিবসে (১৪ ফেব্রুয়ারি) তামিমা তাম্মিকে বিয়ে করেছেন নাসির।