আবারো মা হচ্ছেন নায়িকা রোমানা
এক সময়ের জনপ্রিয় নায়িকা রোমানা বর্তমানে অ'ভিনয় থেকে দূরে আছেন। স্বামী এলিন রহমানকে নিয়ে বসবাস করছেন যু'ক্তরাষ্ট্রে। সেখান থেকেই এলো তার নতুন সুখবর।
আবারও মা হচ্ছেন এই অ'ভিনেত্রী। গত ৭ মা'র্চ তার বেবি শাওয়ারও আয়োজন করা হয়।রোমানার ওই বেবি শাওয়ারে যু'ক্তরাষ্ট্রে থাকা ঢাকার শোবিজের তারকারাই হাজির
ছিলেন বলে জানা গেছে। রোমানার বেবি শাওয়ারের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন অ'ভিনেতা টনি ডায়েসের স্ত্রী' প্রিয়া ডায়েস। সেই ছবিতে দেখা গেছে টনি ডায়েস ও অ'ভিনেত্রী নওশীনসহ অনেককে।রোমানা খান ২০১৯ সালের ডিসেম্বরে প্রথমবার মা হয়েছিলেন। মে'য়ের নাম রাখেনন আভাঙ্কা রহমান।রোমানার ক্যারিয়ার শুরু
হয় মডেলিং দিয়ে। এরপর ছোট পর্দার অসংখ্য নাট'কে অ'ভিনয় করেছেন। সর্বশেষ অ'ভিনয় করেছেন ২০১৪ সালে ‘যত দূরে যাবে বন্ধু’ নাট'কে। নাট'কটির পরিচালক রহমতুল্লাহ তুহিন। আর এই নাট'কে রোমানা অ'ভিনয় করেছেন জিয়াউল ফারুক অ'পূর্বর বিপরীতে। এরপর তাকে আর কোনো নাট'কে দেখা যায়নি।২০১০ সালে মুক্তি পাওয়া
‘ভালোবাসলেই ঘর বাঁ'ধা যায় না’ ছবির জন্য সেরা পার্শ্ব অ'ভিনেত্রী বিভাগে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। চার বছরের সিনেমা ক্যারিয়ারে ২৬টি সিনেমায় অ'ভিনয় করেছেন রোমানা।২০১৫ সালের ৮ আগস্ট যু'ক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্যবসায়ী এলিন রহমানের সঙ্গে বিয়ে হয় রোমানার। এটা রোমানার তৃতীয় আর এলিন রহমানের দ্বিতীয় বিয়ে।