বলিউড আমাকে এইচএসসিতে ফেল করা থেকে বাঁচিয়েছে: আলিয়া

মুক্তি পেয়েছে আলিয়া ভাট অ'ভিনীত ছবি ‘গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’। ছবিতে অসাধারণ অ'ভিনয় করে প্রশংসায় ভাসছেন আলিয়া। সঞ্জয় লীলা বানসালির ছবির পুরো দৃশ্যজুড়েই আলিয়া। মুক্তির এক সপ্তাহে ১০০ কোটি রুপি আয় করেছে ছবিটি।

‘গাঙ্গুবাঈ’য়ের প্রচারের পুরোটা সময় সাদা পোশাকে ছিলেন আলিয়া। সেই ছবিগুলো দেখতে দেখতে চোখ বুলিয়ে নেওয়া যাক আলিয়ার লাইফস্টাইলে।

বলিউডে আসন করে নেওয়ার পর ‘টাইমস অব ইন্ডিয়া’কে দেওয়া এক সাক্ষাৎকারে আলিয়া বলেন, ‘আমি যদি এই ছবিতে অ'ভিনয়ের সুযোগ না পেতাম, তা হলে নিশ্চিত এইচএসসি পরীক্ষা দিতে হতো। আর তার চেয়েও নিশ্চিত যে ফেল করতাম। তাই বলিউড আমাকে এইচএসসিতে ফেল করা থেকে বাঁচিয়েছে।’

জীবনের সেরা মুহূর্তে দাঁড়িয়ে আছেন আলিয়া ভাট। তার জীবনের স্বপ্ন ছিল সঞ্জয় লীলা বানসালির সিনেমায় অ'ভিনয় করা। সেই অ'ভিনয় বড় পর্দায় তৈরি করেছে এক আইকনিক চরিত্র। সাধারণত বলিউডের শিল্পীদের দুই ভাগে ভাগ করা হয়। ‘সুপারস্টার’ আর ‘আর্টিস্ট’। আলিয়া এ ক্ষেত্রে ব্যতিক্রম। তাকে বলা হচ্ছে একই সঙ্গে তারকা আর গুণী অ'ভিনেত্রী।

এ বছরই বিয়ের পিঁড়িতে বসতে পারেন আলিয়া ভাট। ইতোমধ্যে ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে আলিয়া বলেছেন, ‘আমি তো মনে মনে অনেক আগেই রণবীরকে বিয়ে করেছি। আমি মানসিকভাবে বিবাহিত।’

আলিয়ার জন্ম ১৯৯৩ সালের ১৫ মা'র্চ। ভালো ছা'ত্রী নন বলিউডের সর্বোচ্চ পারিশ্রমিক গোনা এই অ'ভিনেত্রী। পড়াশোনা কখনই ভালো লাগত না। শতকরা ৭১ ভাগ নম্বর নিয়ে এসএসসি পাস করেন। উচ্চ'মাধ্যমিক পড়তে পড়তে ‘স্টুডেন্ট অব দি ইয়ার’ ছবির প্রস্তাব আসে।

Back to top button

You cannot copy content of this page