ভাইকে থামান, না হলে আমা'র হাতে ছেড়ে দিন
বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভে এসে নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বিষোদগার করেন।
এসময় তিনি বলেন, ‘আপনি (ওবায়দুল কাদের) আওয়ামী লীগের ক্ষতি করছেন। আপনি নোয়াখালীর মানুষের কাছে ঘৃণিত ব্যক্তি। আপনার ভাইকে (আবদুল কাদের মির্জা) লেলিয়ে দিয়েছেন। আপনার ভাইকে থামান, না হলে আমা'র হাতে ছেড়ে দিন।’তিনি আরও বলেন, ‘কাদের
সাহেব (সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী) আপনাকে আমি ঘৃ'ণা জানাই, আপনি বিচার করতে জানেন না। আপনার ভাইকে একদিনের জন্য আমা'র হাতে দিন, পিচঢালা রাস্তায় তাকে ছেচিয়ে নেব।’একরামুল করিম চৌধুরী বলেন, ওবায়দুল কাদেরের বাবা রাজাকার, তিনজন মুক্তিযোদ্ধাকে হ'ত্যা করেছে। আপনি রাজাকারের বংশধর। সিঙ্গাপুরের একটি হাসপাতাল থেকে লাইভে এসব কথা বলেন তিনি।
আরও পড়ুন= অবশেষে মা'রা গেল মেহেরপুরের গাংনীতে ড্রাম ট্রাকের ধাক্কায় গুরুতর আ'হত হীরা (৫) নামের শি'শু। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টার দিকে, তাকে গুরুতর আ'হত অবস্থায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতা'লে নেওয়ার পথে, মিরপুর নমক স্হানে তার মৃ'ত্যু হয়। শি'শু হীরা গাংনী পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ড থা'নাপাড়ার এনামুল
হকের মেয়ে।প্রসঙ্গত, বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) বেলা ১১ টার দিকে শি'শু হীরা ও মা, ফাতেমা কাউন্টারের সামনে থেমে থাকা একটি ড্রাম ট্রাকের পেছনে রাস্তা পারাপারের জন্য অ'পেক্ষা করছিলেন।এ সময় ড্রাম ট্রাকের ড্রাইভা'র আব্দুল্লাহ গাড়িতে উঠে হেলপারের কোনো সহযোগিতা ছাড়ায় ট্রাকটিকে (রিভা'র্স) পিছনের দিকে নিলে
ট্রাকের ধাক্কায় শি'শু হীরা মাটিতে লুটিয়ে পড়ে এবং পায়ের উপরে ট্রাকের চাকা উঠে গুরুতর আ'হত হয়।ট্রাকের মালিক আব্দুল খালেকসহ স্থানীয়রা শি'শুটিকে দ্রুত উ'দ্ধার করে গাংনী উপজে'লা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক শি'শুটিকে প্রাথমিক চিকিৎসা দেন। শি'শুটির অবস্থা আশ'ঙ্কাজনক হওয়ায় তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতা'লে প্রেরণ করা হয়। মেহেরপুর-কুষ্টিয়া সড়কের মিরপুর নামক স্থানে পৌঁছালে পথিমধ্যে শি'শুটির মৃ'ত্যু হয়।