এবার রেব কর্মক'র্তা হয়ে ফিরছেন রিয়াজ
মহামা'রি করো'না ভাই'রাস শুরু হওয়ার আগে দীপঙ্কর দীপনের পরিচালনায় ‘অ'পারেশন সুন্দরবন’ নামের একটি সিনেমায় অ'ভিনয় করেছিলেন চিত্রনায়ক রিয়াজ। সেই সিনেমাটি এখন মুক্তির অ'পেক্ষায়। এতে একটি কেন্দ্রীয় চরিত্রে অ'ভিনয় করেছেন রিয়াজ।
সিনেমায় তাকে একজন র্যা'বের কর্মক'র্তার চরিত্রে অ'ভিনয়ে দেখা যাবে। তার সঙ্গে র্যা'বের দলে আছেন অ'ভিনেতা সিয়াম ও রোশন।এ চরিত্রে নিজের চরিত্র সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য র্যা'বের কাছ থেকে প্রশিক্ষণও নিয়েছেন রিয়াজসহ বাকি দুই
তারকা। প্র্যাকটিস এবং এডুকেশনাল দুই ধরণের প্রশিক্ষণ নিয়েছেন তারা। ফিল্ডিং, ব'ন্দুক সঙ্গে থাকলে কী'ভাবে স্যালুট দিতে হয়, ব'ন্দুক না থাকলে কী'ভাবে স্যালুট দিতে হয়, অ'পারেশনে রেইড দেওয়া, ক্রা'ইম ইনভেস্টিগেশন, ফরেনসিক- এগুলোর উপর প্রশিক্ষণ নিয়েছেন। তাৎক্ষণিক আত্ম'রক্ষার উপায়সহ অ'পারেশনে গিয়ে ১৪টি ব'ন্দুক
চালানো ব্যবহার জেনেছেন। সবমিলিয়ে এক অদ্ভুত অ'ভিজ্ঞতা হয়েছে তাদের।এ বিষয়ে রিয়াজ বলেন, ‘সিনেমাটির গল্প অ্যাকশনধ'র্মী। যদিও আমি সব ধরনের গল্পের সিনেমায় অ'ভিনয় করতেই স্বাচ্ছন্দ্যবোধ করি। তবে এ সিনেমাটির সফলতা নিয়ে আমি আশাবাদী। কারণ এতে বিনোদিত হওয়ার মতো অনেক বিষয়ই রয়েছে। যতটুকু জানি
এটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।’এদিকে রিয়াজ ছাড়া দীপংকর দীপন পরিচালিত ‘অ'পারেশন সুন্দরবন’ চলচ্চিত্রের অ'ভিনয়শিল্পীরা হলেন সিয়াম আহমেদ, নুসরাত ফারিয়া, জিয়াউল রোশান, রাইসুল ইস'লাম আসাদ, তাসকিন রহমান, শতাব্দী ওয়াদুদ, রওনক হাসান, মনোজ প্রামাণিক, দর্শণা বণিক, আরমান পারভেজ মুরাদ, মানস বন্দ্যোপাধ্যায়, মনির খান শিমুল, নরেশ ভূঁইয়া প্রমুখ।
এ ব্যাপারে পরিচালক দীপংকর দীপন বলেন, ‘ইচ্ছা ছিল পবিত্র ঈদুল ফিতরে “অ'পারেশন সুন্দরবন” মুক্তি দেব। কিন্তু আমাদেরই বন্ধুপ্রতীম একজন পরিচালক তাঁর ছবিটি এই ঈদে আনতে চান, তাই আম'রা সিদ্ধান্ত নিয়েছি পরের ঈদে মুক্তি দেওয়ার। তবে আগামী ঈদুল আজহার দিনক্ষণ কোনোভাবে নড়চড় হবে না। পরিবেশ–পরিস্থিতি ভালো না থাকলেও অন্তত কয়েকটি প্রেক্ষাগৃহে হলেও মুক্তি দেব। দর্শকের জন্য বানানো চলচ্চিত্রটি তাঁদের কাছে পৌঁছে দিতে চাই।’