‘পুরো বিশ্বকে আমাদের সম্ভাবনা দেখাতে চাই’
ডানেডিনে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে নিজেদের প্রথম বিশ্বকাপের শুরুটা স্ম'রণীয় করতে পারেনি বাংলাদেশের মে'য়েরা। কিন্তু বিশ্বের ২ নম্বর র্যাংকিংধারী দলকে ২০৭ রানে আ'ট'কে দেওয়াই বা কম কিসের! ৩২ রানে হারা নিগার সুলতানারা সোমবার (৭ মা'র্চ) বাংলাদেশ সময় ভোর ৪টায় একই মাঠে মুখোমুখি হবে স্বাগতিক নিউ জিল্যান্ডের।
দুই দলই প্রথম জয়ের খোঁজে। স্বাভাবিকভাবে কাগজে কলমে নিউ জিল্যান্ডের চেয়ে অনেক পেছনে বাংলাদেশ। তারপরও আত্মবিশ্বা'সের কমতি নেই। প্রথম ম্যাচে হারলেও যে সম্ভাবনাময়ী শুরু হয়েছে, তা ধরে রাখার আশা নিগারের।
বাংলাদেশের অধিনায়ক বলেছেন, ‘আমি মনে করি এখন আমাদের কোনো চাপ নেই। কারণ এই মঞ্চে আম'রা নিজেদের দেখানোর চেষ্টা করেছিলাম। কারণ অনেক কিছুই আম'রা এখান থেকে পেতে পারি।’
এই বিশ্বকাপে হার নয়, জয়ের মানসিকতা নিয়ে খেলে যাবে বাংলাদেশ। অন্তত নিজেদের সম্ভাবনার জানান দিতে চায় প্রতিটি ম্যাচে। নিগার বলেছেন, ‘এখানে ভালো করার এখনো অনেক সুযোগ আছে। আম'রা পুরো বিশ্বকে দেখাতে চাই আমাদের সম্ভাবনা।’
ডানেডিনে বেশ ভালো'ভাবে মানিয়ে নিয়েছে বাংলাদেশ। নিউ জিল্যান্ডের মাটিতে এই প্রথমবার পা রেখেছে তারা। তারপরও প্রস্তুতিতে ঘাটতি দেখছেন না নিগার, ‘আমি মনে করি এখানে অনেক অনুশীলন করেছি আম'রা, এমনকি অল্প কয়েকটি ম্যাচ খেললেও। খুব ভালো'ভাবে উইকে'টে মানিয়ে নিয়েছি এবং কন্ডিশনের সঙ্গেও। আম'রা শুধু আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করছি এবং পরের ম্যাচেও সেরাটা দিতে চাই।’