মোদীর বাংলাদেশ সফরের বিরোধিতা করা ঠিক হয়নি: ইস'লামী ঐক্যজোট
বাংলাদেশ ইস'লামী ঐক্যজোটের চেয়ারম্যান মিছবাহুর রহমান চৌধুরী বলেছেন, ভা'রতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের বিরোধিতা করা ঠিক হয়নি। আজ শনিবার ৫ মা'র্চ জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
সংবাদ সম্মেলনে ইস'লামী ঐক্যজোটের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।এ সময় তিনি বলেন, যাদের বি'রুদ্ধে মোদীবিরোধী আ'ন্দোলনে আ'গুন দেওয়ার অ'ভিযোগ আছে, সরকারের উচিত সঠিক ত'দন্ত করে তাদের বি'রুদ্ধে ব্যবস্থা নেওয়া। কিন্তু, পেন্ডিং মা'মলায়
যাদের আ'ট'ক করা হয়েছে, তাদের মধ্যে সাধারণ কওমি আলেম রয়েছেন। অনেক সাধারণ মানুষ রয়েছেন। আম'দের সংগঠনের কোনো নেতাকর্মী গ্রে'ফতার হননি, কারণ তারা যাননি। যারা গেছেন তারা ষড়যন্ত্রকারীদের ফাঁদে পা দিয়েছেন।এ সময় র্যা'ব ও এর কর্মক'র্তাদের বি'রুদ্ধে নিষেধাজ্ঞার প্রতিবাদ করে তিনি বলেন, আম'রা এর প্রতিবাদ জানাচ্ছি। যাদের বি'রুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তারা সৎ ও মেধাবী কর্মক'র্তা। দেশের এমন পরিস্থিতি হয়নি যে নিষেধাজ্ঞা দিতে হবে। যখন ১৫ আগস্টে হা'মলা করা হলো তখন তো নিষেধাজ্ঞা দেওয়া হয়নি।
তিনি আরও বলেন, এক শ্রেণীর সরলমনা আলেম ষড়যন্ত্রকারীদের ফাঁদে পা দিয়ে তাদের তা'ণ্ডবের দায়ভা'র বহন করছেন। অনেকের বি'রুদ্ধে মা'মলা হয়েছে, অনেকে কারাগারে আছেন, এদের বেশিরভাগ কওমি মাদরাসার শিক্ষকতা কিংবা ম'সজিদের ই'মামতির দায়িত্ব পালন করতেন। আজ আপনাদের মাধ্যমে সরকারের নিকট দাবি করবো, পবিত্র রমজান শুরু হওয়ার আগে সাম্প্রতিককালে গ্রে'ফতার হওয়া আলেম'দের জামিনে মুক্তি দেওয়া হোক। সঠিক ত'দন্তের মাধ্যমে নাশকতায় জড়িতদের বিচারের
মাধ্যমে শা'স্তি দেওয়া হোক এবং উগ্রবাদের মাস্টারমাইন্ডদের গ্রে'ফতার করে তাদের মুখোশ উন্মোচন করা হোক।গত বছর ভা'রতের দিল্লিতে মু'সলিম'দের ওপর দাঙ্গা হা'মলার জেরে বাংলাদেশে মোদির আগমন নিয়ে বিভিন্ন মহল থেকে আ'পত্তি জানানো হয়। মোদিকে বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না বলেও দেশের বিভিন্ন স্থানে বি'ক্ষোভ করে ইস'লামি দলগুলো।
এদিকে আসন্ন রমজানকে সামনে রেখে সংবাদ সম্মেলনে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেন তিনি। এর মধ্যে রয়েছে-১. সে'নাবাহিনীসহ দেশের আইনশৃখলা বাহিনীর বি'রুদ্ধে অ'পপ্রচারের প্রতিবাদে রমজানের আগে ঢাকায় একটি সুধী সম্মেলনের আয়োজন।২. রমজানপরবর্তী তৃতীয় সপ্তাহে ঢাকায় একটি মহাসমাবেশের আয়োজন।৩. রমজান মাসের পবিত্রতা রক্ষার আহ্বান জানিয়ে সুদ, ঘুস, দু'র্নীতি, কালোবাজারি ও মজুতদারের সতর্ক করে প্রচারপত্র বিলি।৫. আগামী জুলাই থেকে অক্টোবর পর্যন্ত অ'পপ্রচারের প্রতিবাদে ফ্রান্স, যু'ক্তরাজ্য, কানাডা ও যু'ক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশে সমাবেশের আয়োজন