জুতা হাতে নিয়ে দৌড়ে গাড়িতে উঠলেন পরিমনি

গতকাল শুক্রবার (৪ মা'র্চ) সারাদেশে একযোগে মুক্তি পেয়েছে ইফতেখার শুভ রচিত ও পরিচালিত সিনেমা ‘মুখোশ’। বর্তমানে চলচ্চিত্রটি দেশের ৩৮টি সিনেমা হলে চলছে।

এই সিনেমা'র প্রচারণার জন্য বেশ কয়েকটি হলে দর্শকদের সঙ্গে সিনেমা দেখতে যান আ'লোচিত চিত্রনায়িকা পরীমনি।শুক্রবার স্বামী শরিফুল রাজকে নিয়ে প্রথম মধুমিতা ও

পরবর্তীতে চিত্রামহল সিনেমা হলে সিনেমা দেখতে যান পরীমনি। দুই সিনেমা হলেই ছিল হাজার হাজার দর্শক। তবে তারা বুঝতে পারেননি সিনেমা'র নায়িকা পরীমনিকে তারা সামনাসামনি দেখতে পাবেন।চিত্রনায়ক রোশানসহ পরিচালকের সঙ্গে দশজনের একটি দল বিকেল সাড়ে ৩টার শোর বিরতির আগে মধুমিতা হলে হাজির হন। হলের ভেতরে সিনেমা'র বিরতির সময় দর্শকদের সামনে আসেন পরীমনি-রোশানরা। এ সময় সিনেমাটি নিয়ে দর্শকদের অনেক কথায় বলেন পরীমনি। দর্শকরাও পরীমনিকে জানান, সিনেমা

অনেক ভালো লেগেছে তাদের। পরে দর্শকদের সঙ্গে রোশানও কথা বলেন এবং সেলফি তুলেন।পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পুরান ঢাকায় অবস্থিত চিত্রামহল সিনেমা হলে যান তারা। তবে সেখানে প্রচুর দর্শক থাকার কারণে পরীমনি ও অন্যদের ভিড় সামলে দর্শকদের সঙ্গে কথা বলতে হয়। তবে সেই ভিড় থেকে কোনোভাবেই বের হতে পারছিলেন না তারা।

এরপর টিমের অন্য সদস্যদের সাহায্য নিয়ে সিনেমা হল থেকে বেরিয়ে আসেন তারা। তবে কোনো উপায় না পেয়ে পায়ের জুতা হাতে নিয়েই দৌড়ে গাড়িতে উঠেন পরীমনি। এরপরও কিছুক্ষণ পরীমনির গাড়িকে ঘিরে রাখনে শত শত দর্শক। তবে এমন পরিস্থিতিতে বির'ক্ত হননি পরীমনি। দর্শকদের ভালোবাসায় খুশি হয়েছেন তিনি।সিনেমাটির বিভিন্ন চরিত্রে অ'ভিনয় করেছেন মোশাররফ করিম, পরীমণি, রোশান, ইরেশ জাকের, আজাদ আবুল কালাম, প্রা'ণ রায়, ফারুক আহম্মেদ, রাশেদ মামুন অ'পু, তারেক স্বপন, এলিনা শাম্মি, অলংকার চৌধুরী প্রমুখ।

Back to top button

You cannot copy content of this page