বিয়ের আসর থেকে পালালেন বুবলি

শবনম ইয়াসমিন বুবলী আগে থেকেই সিদ্ধান্ত নিয়েছিলেন, পছন্দের ছে'লের সঙ্গে পালিয়ে যাবেন। পরিকল্পনা অনুযায়ী বিয়ের দিন অ'ভিনেতা জিয়াউল রোশানের হাত ধরে পালালেন এই অ'ভিনেত্রী। এ নিয়ে ঘটে যায় তুলকালাম কা'ণ্ড।তবে বাস্তবে নয়, ঘটনাটি জসিম উদ্দিন জাকির পরিচালিত ‘মায়া : দ্য লাভ’ সিনেমা'র শুটিংয়ের। সিনেমাটির

গল্পে এমনই চিত্র উঠে আসবে। যেখানে, তিন নায়কের বিপরীতে রয়েছেন এক নায়িকা বুবলী। তার তিন নায়ক- আনিসুর রহমান মিলন, সাইমন সাদিক, ও জিয়াউল রোশান।নির্মাতা জসিম উদ্দিন জাকির বলেন, ভালোবাসার গল্পে সিনেমাটি নির্মিত হচ্ছে। এখানে মিলন ভাই বুবলীকে ভালোবাসনে। কিন্তু রোশানকে ভালোবাসেন বুবলী। যার

কারণে বিয়ের আসর থেকে রোশানের হাত ধরে পালিয়ে যায় বুবলী। এরপর নানা সিনেম্যাটিক ঘটনা ঘটতে থাকবে।সিনেমাটির প্রসঙ্গে বুবলী বলেন, ‘মায়া : দ্য লাভ’ রোমান্টিক গল্পের সিনেমা। গল্প, চরিত্র, লোকেশন, চিত্রনাট্য সব কিছুতেই ভালো লাগার আবেশ রয়েছে। আমা'র চরিত্রটাও বেশ মনে ধরেছে। সবকিছু মিলিয়ে ভালো একটি

সিনেমা পেতে যাচ্ছেন দর্শক।৬ ফেব্রুয়ারি এফডিসিতে গানের শুটিংয়ের মধ্য দিয়ে ‘মায়া : দ্য লাভ’ সিনেমাটির প্রথম লটের দৃশ্যধারণ শুরু হয়। বর্তমানে পূবাইলে চলছে সিনমাটির দ্বিতীয় লটের শুটিং। ২৩ ফেব্রুয়ারি (বুধবার) থেকে শুরু হওয়া শুটিং ৩ মা'র্চ শেষ হবে ফিল্ম ভ্যালিতে। এরপর তৃতীয় লটের শুটিং শুরু হওয়ার কথা রয়েছে ১৪ মা'র্চ থেকে।সিনেমাটির নির্মাতা জানান, একটানা কাজ করে সিনেমা'র পুরো কাজ শেষ হবে। সবকিছু পরিকল্পনা মতো হলে চলতি বছরই ‘মায়া : দ্য লাভ’ হলে মুক্তি পাবে।

Back to top button

You cannot copy content of this page