‘জায়েদ খান আর নিপুণের বিয়ে দিয়ে দেয়া হোক’

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নিয়ে এক লাইন লেখার রুচি নাই। তবুও আজকে আর না লিখে পারলাম না। জায়েদ খান আর নিপুণের বিয়ে দিয়ে দেয়া হোক। কারণ তারা দুজনই বর্তমানে সিঙ্গেল।বিয়ের সমাধান ছাড়া রাশিয়ার প্রেসিডন্ট পুতিনও এই সমস্যার সমাধান করতে পারবে না।অসহ্য…… (ফেসবুক থেকে সংগৃহীত)

আরও পড়ুন=জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন ম'র্তুজা আসন্ন প্রিমিয়ার ক্রিকেট লিগে খেলবেন লিজেন্ডস অব রূপগঞ্জে। বুধবার (২ মা'র্চ) দল বদলের প্রথম দিনে নিজে হাজির হয়ে শেখ জামাল ছেড়ে নাম লেখান রূপগঞ্জে। এবার বিপিএলে ঢাকার হয়ে খেললেও চোটের কারণে শেষের দিকে ম্যাচগুলো খেলা হয়নি তার। তাই

রূপগঞ্জে নাম লেখালেও তিনি চিকিৎসার জন্য ভা'রত যাচ্ছেন। সুস্থ হয়ে ফেরার পরই ঢাকার জনপ্রিয় আসরে অংশ নেবেন। জানা গেছে, কোম'রের ডিস্কের চিকিৎসা নিতে বৃহস্পতিবার (৩ মা'র্চ) ভা'রতে যাচ্ছেন মাশরাফি। পরিবার নিয়ে প্রথমে দিল্লিতে যাবেন তিনি। চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতা'লে তার অ্যাপয়েন্টমেন্ট নেয়া ৯ মা'র্চ। সেখানে

ডাক্তার দেখাবেন অ'ভিজ্ঞ এই পেসার।অবস্থা বিবেচনায় ডাক্তার পরাম'র্শ দিলে কোম'রের ডিস্কে অ'স্ত্রোপচার করাবেন মাশরাফি। অ'স্ত্রোপচার যে লাগবে, সেটা নিশ্চিত। অ'স্ত্রোপচার করালে এক মাস মাঠের বাইরে থাকতে হবে তাকে। তেমন হলে আসন্ন প্রিমিয়ার লিগে রূপগঞ্জের হয়ে নাও খেলা হতে পারে ডানহাতি এই পেসারের। বিষয়টি

নিজেই জানিয়ে মাশরাফি তিনি বলেন, আমা'র অ্যাপোয়েনমেন্ট নেওয়া ৯ তারিখ। আমি যাচ্ছি চারদিন আগে। প্রথম কদিন পরিবারকে সময় দিব। ৯ তারিখ চেন্নাই যাব, সেদিনই অ্যাপোলো হাসপাতা'লে ডাক্তার দেখাব। উনি স্ক্যানের ছবি দেখে অ্যাপোয়েনমেন্ট দিয়েছেন। সরাসরি দেখার পরে উনি সিদ্ধান্ত নেবেন অ'স্ত্রোপচারের।তিনি আরও বলেন, আমা'র ইচ্ছা প্রিমিয়ার লিগ খেলে করানোর। কিন্তু চিকিৎসক চাচ্ছেন আগেই করাতে। এটা এখন মিলিয়ে নিতে হবে। আমা'র কোম'রের ডিস্কে অ'স্ত্রোপচার করাতে হবে। লিগ শুরুর আগে এক মাস সময় পেলে আগেই করাতাম। কিন্তু সেই সময় তো নেই।

Back to top button

You cannot copy content of this page