এসব বাদ দিয়ে তুমি অ'ভিনয়ের চর্চা করো: নিপুণকে সুচরিতা
এসব বাদ দিয়ে তুমি অ'ভিনয়ের চর্চাটা করো; নিপুণকে উদ্দেশ করে এভাবেই বললেন নায়িকা সুচরিতা।বুধবার (২ মা'র্চ) রাতে শিল্পী সমিতির চেয়ারে বসে এমন আহ্বান জানালেন এই জ্যেষ্ঠ অ'ভিনয় শিল্পী। পাশে সাধারণ সম্পাদকের চেয়ারে বসা জায়েদ খানের একটি আক্ষেপের রেশ ধরেই সুচরিতা কথাটি বললেন।জায়েদ খান তখন
বলছিলেন, ‘আমি আমা'র সহশিল্পীকে (নিপুণ) বলবো, কি দরকার এসবের। ও কোর্টে যাচ্ছে। কোর্টের বারান্দায় বারান্দায় হাঁটছে। এসব দেখে আমা'র খা'রাপই লাগে।’এমন কথার রেশ ধরে সুচরিতা বলেন, ‘ওর (জায়েদ খান) খা'রাপ লাগাটাই স্বাভাবিক। নিপুণ তো তারও হিরোইন। তাই বড় বোনের আবদার নিয়ে বলি, এসব না করে তুমি নিজেকে নায়িকা হিসেবে প্রতিষ্ঠিত করো। দুইবার জাতীয় পুরস্কার পেয়েছো। সেই সম্মানটা রাখো। অ'ভিনয়ের চর্চাটা করো। অ'ভিনয় ছেড়ে এসব করে কী' লাভ?’
এদিকে সমিতিতে বসার আগে বুধবার (২ মা'র্চ) বিকালে হাই'কোর্টের রায় পেয়েই জায়েদ খান ছুটে যান বিএফডিসিতে সমিতির অফিসে। সঙ্গে ছিলেন সুচরিতা, অরুণা বিশ্বা'সসহ অনেকেই। কিন্তু চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যালয়ে তখন ঝুলছিল তালা। যার চাবি আবার নিপুণের কাছে! বিপরীতে জায়েদ খানকে অসহায় অ'পেক্ষা করতে দেখা গেছে বিকালভর।দিনের আলো নেভা'র পর সেই তালা উধাও! রাত আটটায় সমিতির অদূরে জায়েদ খানের সংবাদ সম্মেলন চলাকালে তালা ভাঙলেন অ'জ্ঞাতরা। এরপর সংবাদ সম্মেলন শেষে সুচরিতা ও অরুণা বিশ্বা'সকে নিয়ে জায়েদ খান সমিতিতে প্রবেশ করেন বিনা বাধায়।
চেয়ারে বসেই জায়েদ খান বললেন, ‘আমি তো জো'র করে চেয়ারে বসিনি। শিল্পীদের ভোটে নির্বাচিত হয়েছি। আ'দালত থেকেও রায় পেয়েছি। তবু আমাকে বারবার চাপে রাখার জন্য, হয়'রানি করার জন্য অন্য সংগঠনকে ব্যবহার করা হয়েছে। ১৮ সংগঠন আছে, সমিতির উন্নয়নে কাজ করার কথা। কিন্তু তারা করেনি। কেন আমাকেই টার্গেট করা হয়েছে জানি না।’বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ নিয়ে হাই'কোর্টে আইনি ল'ড়াই চলাকালীন এফডিসিতে দেখা যায়নি চিত্রনায়ক জায়েদ খানকে। তবে বুধবার (২ মা'র্চ) নিজের পক্ষে রায় পাওয়ার পর এফডিসিতে ছুটে আসেন তিনি।
অন্যদিকে প্রযোজক সমিতিতে অবস্থান করছিলেন নিপুণ। দু’পক্ষের সম'র্থক ও বহিরাগতদের অবস্থানে চলেছে পাল্টাপাল্টি শোডাউন। হয়েছে পু'লিশের লা'ঠিচার্জও। অবশেষে রাত ৮টা নাগাদ সমিতির ভেতরে অবস্থান নেন জায়েদ খান ও তার সম'র্থকরা। এ সময় সমিতির দেয়ালে ঝোলানো নির্বাচিতদের ব্যানারে থাকা নিপুণের মুখ ঢেকে দেওয়া হয়। উল্লেখ্য, চিত্রনায়ক জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের আপিল বোর্ডের দেওয়া সিদ্ধান্ত কেন অ'বৈধ হবে না, তা জানতে চেয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে বুধবার (২ মা'র্চ) রায় দিয়েছেন হাই'কোর্ট। এর ফলে সমিতির সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের বসতে আর কোনও বাধা রইলো না বলে জানিয়েছেন আইনজীবীরা। বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাই'কোর্ট বেঞ্চ এই রায় দেন।এদিকে এমন রায়ের বি'রুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন নিপুণ আক্তার।