পুতিনের উপদেষ্টারা ইউক্রেনে হা'মলা চালিয়ে যাওয়ার পক্ষে
ইউক্রেনে রাশিয়ার হা'মলা চলছে। ইতোমধ্যে বেশ কয়েকটি শহর দখল করে নিয়েছেন রুশ সে'নারা। আরও কয়েকটি শহর নিয়ন্ত্রণে নেওয়ার অ'পেক্ষায়। ৮ম দিনেও হা'মলা চলমান।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপদেষ্টারা ইউক্রেনে হা'মলার পক্ষে। তারা কিয়েভে সাম'রিক অ'ভিযান অব্যাহত রাখতে পুতিনকে পরাম'র্শ দিচ্ছেন।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনে হা'মলা শুরুর আগে নিজের নিরাপত্তা পরিষদের ৩০ সদস্যের সঙ্গে বৈঠক করেন পুতিন। সেখানে তাকে ইউক্রেনে হা'মলার পরাম'র্শ দেওয়া হয়।
রাশিয়ার সাম'রিক বাহিনীর প্রধান ইউক্রেনে হা'মলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ভা'র পুতিনের ওপর চাপিয়ে দেন।কিন্তু পুতিন নিরাপত্তা উপদেষ্টাদের ওপরই নির্ভর করেন।পুতিনের পরাম'র্শক যারা, তাদের বেশিরভাগই রাশিয়ার নিরাপত্তা পরিষদের উচ্চপদস্থ কর্মক'র্তা ছিলেন। তারা সবাই পুতিনের ভ'য়ে তটস্থ থাকেন।
এদিকে জাতিসংঘ জানিয়েছে, রুশ হা'মলায় ১০ লাখ ইউক্রেনীয় দেশ ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন। আর হা'মলায় ইউক্রেনের ২২৭ বেসাম'রিক ব্যক্তি নি'হত হয়েছেন।