এবার পুষ্পার ‘সামি সামি’ গানে নেচে ঝড় তুললেন দীঘি
বিশ্বখ্যাত ক্রিকেটার থেকে শুরু করে অন্তর্জাল তারকা কিংবা সাধারণ মানুষ, সবাই ভা'রতের তেলেগু সিনেমা পুষ্পার গানে মেতেছে।
কেউ গানের তা'লে নেচে ভিডিও প্রকাশ করছেন, কেউ আবার নিজেই গেয়ে ফেলছেন পছন্দের গানটি। এবার ‘পুষ্পা’ সিনেমা'র একটি গানের তা'লে কোম'র দোলালেন প্রার্থনা ফারদিন দীঘি।
ঢাকাই সিনেমা'র তরুণ এই নায়িকা বধূ সেজে নেচেছেন ‘সামি সামি’ গানের সঙ্গে। তাকে সঙ্গ দিয়েছেন কোরিওগ্রাফার তানজিল জনি। মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) ভিডিওটি জনির ফেসবুক পেজে আপলোড করার পর সেটার ভিউ প্রায় লাখের কাছাকাছি।
দীঘি বরাবরই বধূ সাজতে ভালোবাসেন। এ পর্যন্ত বহুবার তাকে এই সাজে দেখা গেছে। মঙ্গলবার আবারও তিনি ব্রাইডাল ফটোশুট করেছেন।
সেই কাজের ফাঁকেই তানজিল জনির সঙ্গে ‘সামি সামি’ গানে মেতে ওঠেন নায়িকা।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
https://fb.watch/bw8Sqc0HX7/