এবার ‘সাইন্স ফিকশন’ ধাঁচের ছবিতে চুক্তিবদ্ধ অ'পু-জয়
‘প্রে'ম প্রীতির বন্ধন’ ছবিতে প্রথম জুটি বাঁধেন অ'পু বিশ্বা'স ও জয় চৌধুরী। ঈদে ছবিটি মুক্তির কথা রয়েছে। নতুন খবর, অ'পু-জয় জুটি নতুন ছবিতে চুক্তিবদ্ধ হলেন।
মঙ্গলবার সকালে চ্যানেল আই অনলাইনকে খবরটি জানিয়ে অ'পু বিশ্বা'স বলেন, ছবির জন্য এখন ফটোশুট করছি। বুধবার থেকে শুটিং শুরু হবে।এই ছবির নাম ‘ট্রেপ’(দ্য আনটোল্ড স্টোরি)। পরিচালনায় থাকছেন দ্বীন ইস'লাম।
জানা যায়, তিনি এর আগে ‘চরিত্র’ নামে একটি ছবি নির্মাণ করেছেন, কিন্তু মুক্তি পায়নি।ট্র্যাপ সাইন্স ফিকশন ধাঁচের ছবি উল্লেখ করে অ'পু বলেন, আমি এত এত ছবি করলেও এ ধরনের ছবি আগে করিনি। গল্পটাও একেবারে আধুনিক।নায়ক জয় চৌধুরী বলেন, প্রযু'ক্তির এই যুগে
মানুষ কোনো না কোনো ভাবে ট্র্যাপে পড়ছে। হ্যাকিং এর শিকার হয়ে ক্ষতির সম্মুখীন হচ্ছেন। অনেকটা সাইন্স ফিকশন ধাঁচের ছবি হবে ট্রেপ।
বুধবার এফডিসিতে গানের শুটিংয়ের মাধ্যমে ট্রেপের কাজ শুরু হবে জানিয়ে জয় বলেন, এফডিসি ও অন্যান্য লোকেশেন মিলিয়ে ১৫ মা'র্চ পর্যন্ত ট্রেপের শুটিং হবে।