বিএনপি কয়দিন পর খালেদা জিয়াকেও চিনবে না: বাহাউদ্দিন নাছিম
মঙ্গলবার বিকেলে রাজধানীর শনির আখড়ায় শনি মন্দিরসংলগ্ন মাঠে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কদমতলী থা'নাধীন দনিয়া ইউনিয়নের ৬০নং ওয়ার্ডের ইউনিটগুলোর ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অ'তিথির বক্তব্যে
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, ‘মির্জা ফখরুল ইস'লাম মিথ্যা কথা বলে দেশবাসীকে বি'ভ্রান্ত করছেন। মিথ্যা তার অভ্যাসে পরিণত হয়েছে।’কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে নবগঠিত নির্বাচন কমিশন নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে বিএনপিকে মেনে নিতে বলেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা.জাফরুল্লাহ চৌধুরী। এর প্রতিক্রিয়ায় বিএনপি নেতারা বলেছেন, ডা.জাফরুল্লাহ চৌধুরীর সঙ্গে তাদের স'ম্পর্ক নেই।
এর সমালোচনা করে বাহাউদ্দিন নাছিম বলেন, ‘বিএনপি নাকি ডা.জাফরুল্লাহ চৌধুরীকে চিনে না। কয়দিন পর তো তারা বেগম খালেদা জিয়া ও তারেরক রহমানকেও চিনবে না।’দেশে সাম্প্রদায়িক শক্তির উত্থান ঘটিয়ে বিএনপি বাংলাদেশকে ‘জ'ঙ্গিবাদী রাষ্ট্র’ বানাতে চায় বলেও মন্তব্য করেছেন নাছিম।তিনি বলেন, ‘বিএনপি-জামাত দেশের উপর
নিষেধাজ্ঞা আরোপের জন্য লবিং করে দেশকে পুনরায় জ'ঙ্গিবাদী রাষ্ট্রে পরিণত করতে চায়। তারা চায় দেশকে তা'লেবানি রাষ্ট্র বানাতে, দেশে আই'এস সৃষ্টি করতে। তারা দেশে সাম্প্রদায়িক শক্তির উত্থান ঘটাতে চায়। তাদের এ মনের আশা কখনও পূরণ হবে না। আওয়ামী লীগের নেতাকর্মীরা কখনও দেশের ক্ষতি মেনে নেবে না।’