ভালোবাসা দিবসে বিরহে কাতর শ্রাবন্তীর স্বামী
পরনে কালো টি শার্ট, চোখে-মুখে লেগে আছে ক্লান্তির ছাপ, মুখে সিগারেট—বিশ্ব ভালোবাসা দিবসে এমন লুকেই ধ'রা দিয়েছেন শ্রাবন্তীর স্বামী রোশান সিং।
রোববার (১৪ ফেব্রুয়ারি) ছিল বিশ্ব ভালোবাসা দিবস। এদিন বিরহমাখা চেহারার একটি ছবি তার ইনস্টাগ্রামে পোস্ট করেন রোশান। ক্যাপশনে লিখেন—‘আমা'র ভালোবাসা দিবস।’ আর এই ক্যাপশনই বলে দিচ্ছে বিশেষ দিনটি নিজের জিমে একাই কাটিয়েছেন তিনি।
এর আগে এক সাক্ষাৎকারে রোশান জানিয়েছিলেন, তিনি যথেষ্ট স্বাস্থ্য সচেতন। কিন্তু সেই রোশানকে ধূমপান করতে দেখে অ'বাক নেটিজেনরা। এটি শুধুই পোজ নাকি বিরহবেদনার চিহ্ন? আর এই প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে অন্তর্জালে।
বেশ কয়েক মাস ধরে আলাদা থাকছেন টলিউড অ'ভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি ও রোশান। কী' কারণে তাদের এই দূরত্ব সে বিষয়ে মুখ খোলেননি কেউ-ই। তবে সোশ্যাল মিডিয়ায় তাদের স'ম্পর্ক নিয়ে নানা কাদা ছোড়াছুড়ি চলছে। একদিকে শ্রাবন্তী যেমন ট্রলারদের পাত্তা দিচ্ছেন না, অন্যদিকে ট্রলিংয়ের ব্যাপারে স্ত্রী'র পাশেই দাঁড়িয়েছেন রোশান।