বাবুনগরীকে জিজ্ঞাসাবাদ করেছে পিবিআই
হেফাজত ইস'লামের সাবেক আমির শাহ আহম'দ শফীর মৃ'ত্যুর ঘটনায় করা পরিবারের মা'মলায় সংগঠনটির বর্তমান আমির জুনাইদ বাবুনগরীকে জিজ্ঞাসাবাদ করেছে পিবিআই।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় হাটহাজারী মাদরাসায় যান পিবিআই কর্মক'র্তারা। ঘণ্টাখানেক তারা মাদরাসায় অবস্থান করেন।
পিবিআই চট্টগ্রামের পু'লিশ পরিদর্শক (প্রশাসন) কাজী এনায়েত কবীর বলেন, ‘মা'মলার দায়িত্ব পাওয়ার পর আজ প্রথমবারের মতো মা'মলার ত'দন্ত কর্মক'র্তাসহ পিবিআই কর্মক'র্তারা হাটহাজারী মাদরাসায় গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। হেফাজত ইস'লামের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরীসহ কয়েকজনের সঙ্গে আমাদের আলাপ হয়েছে; হালকা জিজ্ঞাসাবাদও করা হয়েছে। পুরো বিষয়ে উনারা বেশ পজিটিভ।’
তিনি বলেন, ‘মাদরাসায় যাওয়ার পর মাদরাসা কর্তৃপক্ষ ও হেফাজত নেতাদের সঙ্গে পিবিআই কর্মক'র্তাদের ইতিবাচক আলাপ হয়েছে। তিনি (জুনায়েদ বাবুনগরী) ত'দন্তের কাজে সবরকম সহযোগিতার আশ্বা'স দেন।’
এদিকে হেফাজতে ইস'লাম বাংলাদেশের প্রচার সম্পাদক মা'ওলানা জাকারিয়া নোমান ফয়জী বলেন, ‘পিবিআই থেকে যা জানতে চাওয়া হয়েছে সব প্রশ্নের জবাব হুজুর দিয়েছেন। এরপরও যদি ত'দন্তের সার্থে কোনো সহযোগিতা করতে হয়, তাহলে তা করা হবে।’
প্রসঙ্গত, কয়েক দশক ধরে চট্টগ্রামের হাটহাজারীর আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইস'লাম মাদরাসার মুহতামিম বা মহাপরিচালকের পদে দায়িত্ব পালন করে আসছিলেন শাহ আহম'দ শফী। এর মাঝেই আহম'দ শফীর উত্তরসূরি হওয়ার দ্বন্দ্ব চলছিল মাদরাসার নায়েবে মুহতামিম বা সহকারী পরিচালক জুনাইদ বাবুনগরী ও শফীর ছে'লে আনাস মাদানীর মধ্যে।