মেয়ের আত্মহ'ত্যার খবরে বাবার মৃ'ত্যু
কুষ্টিয়ার মিরপুরে মেয়ের আত্মহ'ত্যার দুই ঘণ্টা পর হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে বাবার মৃ'ত্যু হয়েছে। মঙ্গলবার (১২ জানুয়ারি) দুপুরে মিরপুর পৌরসভা'র ১নং ওয়ার্ড সুলতানপুর গ্রামে এ ঘটনা ঘটে।
মে'য়ের নাম সান্ত্বনা (২০) এবং বাবার নাম মোস্তফা (৪০)।
নি'হত সান্ত্বনার চাচাতো ভাই মতিন জানান, মঙ্গলবার সকালে পারিবারিক বিষয় নিয়ে সান্ত্বনার সঙ্গে তার মায়ের বাকবিতণ্ডা হয়। এতে মায়ের ওপর অ'ভিমান করে বেলা ১২টার দিকে নিজ ঘরে গলায় দড়ি দেয়। পরে তাকে উ'দ্ধার করে মিরপুর উপজে'লা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃ'ত ঘোষণা করেন। মেয়ের আত্মহ'ত্যার খবর সইতে না পেরে হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে একই হাসপাতা'লে বাবা মোস্তফার মৃ'ত্যু হয়।
মতিন আরও জানান, সান্ত্বনার স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর তার চার বছরের একমাত্র ছে'লে সন্তানকে নিয়ে সে তার বাবার বাড়িতে থাকতেন।
মিরপুর থা'নার (ওসি) গোলাম মোস্তফা এঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ম'রদেহ দুটির ময়নাত'দন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল ম'র্গে পাঠানো হয়েছে। ময়নাত'দন্ত শেষে মৃ'ত্যুর আসল ঘটনা জানা যাবে।