কড়া নজরদারিতে ট্রা'ম্প, হতে পারে গ্রে'ফতার
মা'র্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রা'ম্পকে নিয়ে আগ্রহের শেষ নেই মানুষের।বরাবরই বি'স্ফো'রক মন্তব্যের কারণেই সবার আগ্রহের জায়গায় থাকেন বিশ্বের ক্ষমতাধর দেশের এই প্রেসিডেন্ট।
নতুন খবর হচ্ছে, ওয়াশিংটন ডিসির ক্যাপিটল হিল ভবনে দাঙ্গা-হা'মলার ঘটনার পর থেকে পুরো নগরীতে কারফিউ চলছে। পু'লিশ ও ন্যাশনাল গার্ডের সদস্যরা রাস্তা-ঘাট ঘিরে রেখেছে। বিশেষ সংস্থার মাধ্যমে নজরে রাখা হয়েছে ৪৫তম মা'র্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রা'ম্পকে।
এমতাবস্তায়, অনেকেই মনে করছে গ্রে'ফতার হতে পারে ট্রা'ম্প।